• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

‘কখনোই মরব না’ কেন দাবি করেন ডেভন!

‘কখনোই মরব না’ কেন দাবি করেন ডেভন!

ফিচার ডেস্ক

সকল প্রাণীই মৃত্যুর অবধারিত বাস্তবতার সম্মুখীন হবে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কোনো প্রাণীই আজীবন বেঁচে নেই। সুন্দর এই পৃথিবীতে সবই নশ্বর। কেউ বলতে পারবে না, সে আজীবন বেঁচে থাকবে বা সে কখনোই মারা যাবে না। এই অবাস্তব দাবি কেবল একজন উন্মাদের দ্বারাই সম্ভব। কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া গিয়েছে যে কিনা দাবি করেছে, সে কখনোই মারা যাবে না।

কে এই ডেভন

আজব এই মানুষটির নাম ‘ডেভন’। আরমেনিয়ার এই নাগরিক বয়সের ভারে এখন বৃদ্ধ। কিন্তু তিনি এখন পর্যন্ত দাবি করছেন, তিনি কখনোই মারা যাবেন না।

মিস্টার ডেভন কে নিয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘নাস ডেইলি’ তাদের একটি এপিসোড করেছে। যে এপিসোডে মিস্টার ডেভনকে স্কেটিং, সাইক্লিং ও ডান্স করতে দেখা গেছে।

নাস ডেইলিকে দেয়া সাক্ষাৎকারে ডেভন বলেছেন, সবাই মারা যাবে। কিন্তু আমি কখনোই মরব না। আমি এখনও আমার সব কাজ নিজেই করি। আমি বয়সকে একটি সংখ্যা মনে করি মাত্র। মৃত্যু আমার জন্য নয়।

তবে ৬৫ বছর বয়সী ডেভনের চুল, দাড়ি এমনকি শরীরের পশমও পেকে সাদা হয়ে গিয়েছে। ডেভনের শরীরের চামড়াও কুঁচকে মুচড়ে ভাজ পড়েছে। তিনি এরই মধ্যে চোখে কম দেখতে শুরু করেছেন। কোনো কিছু করতে গিয়ে তিনি এখন হাঁপিয়ে উঠেন। তারপরও ডেভনের দাবি তিনি কখনোই মরবেন না।

কেন ডেভন এমন দাবি করলেন

ডেভনের বয়স যখন ৬৫। একবার তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি রোলার স্কেটিং শুরু করেন। তিনি নিয়ম করে প্রতিদিন স্কেটিং করেন।

আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি স্কেটিং করেন হাইওয়েতে। আর তার কানে থাকে উচ্চ ভলিউমের হেডফোন। প্রতিনিয়ত তিনি গান শুনেন এবং স্কেটিং করেন।

যদিও ডেভনের এই দাবি নিয়ে হাস্যরস ও সমালোচনা রয়েছে বিশ্বজুড়ে। তারপরও আর ডেভনের মুখে থাকে একটিই স্লোগান-‘আমি কখনোই মরব না’।

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।