• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

প্লাস্টিক বোতলে ভাসমান অত্যাধুনিক হোটেল, কেন কীভাবে!

প্লাস্টিক বোতলে ভাসমান অত্যাধুনিক হোটেল, কেন কীভাবে!

ফিচার ডেস্ক

পৃথিবী বড়ই আজব এক জায়গা। বিচিত্র্য মানুষের বিচিত্র্য সব কারবার এই জগৎ জুড়ে। কেউ পাখি পালে, কেউ দ্বারে দ্বারে ঘুরে মানব সেবার ব্রত নিয়ে। মানুষের এই নানামুখী ক্রিয়াকলাপের জন্যই হয়তো পৃথিবী সুন্দর। ব্যতিক্রম মানুষেরা ইতিহাসের অংশ হয়, গল্পের নায়ক হয়। তেমনই এক নায়ক ‘এরিক’। তিনি গড়েছেন প্লাস্টিকের ভাসমান হোটেল। নাম ছড়িয়েছে তার বিশ্ব জুড়ে।

আফ্রিকার দেশ আইভোরি কোস্টের বাসিন্দা মিস্টার এরিক। তিনি একজন সৌখিন পরিব্রাজক বা ভ্রমণকারী। সময় পেলেই এরিক ঘুরতে পছন্দ করেন।

যেভাবে এলো এরিকের হোটেল

একদিন সকালে এরিক আইভোরি কোস্টের সমুদ্র উপকূল ধরে হাটছিলেন। তিনি দেখলেন একটি প্লাস্টিকের বোতল পড়ে আছে। সেটি তিনি কুড়িয়ে নিলেন। এরপর সামনে এগোতেই তিনি দেখলেন সৈকতে হাজার হাজার প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে। এরিকের ভীষণ মন খারাপ হয়। ওই দিন থেকেই তিনি প্লাস্টিকের বোতল কুড়ানো শুরু করেন। আর এই বোতল দিয়েই তিনি একটি ভাসমান হোটেল বানানোর কাজ শুরু করেন। হোটেলটি বানাতে তার প্রায় ১০০ দিন সময় লেগেছে।

কি আছে ভাসমান হোটেলে

এরিকের ভাসমান হোটেলে আধুনিক রেস্টুরেন্টের মতো সব ধরণের খাবারই পাওয়া যায়।
রয়েছে শরীরচর্চা করার ব্যবস্থা
বিনোদন ও ইন্টারনেট সুবিধা
সুইমিং পুল, সুপেয় পানি, মিনি বার
এরিকের ভাসমান হোটেলে আপনি চাইলে রাতযাপন করতে পারেন
প্রতি রাতের জন্য আবাসিক খরচ ১ হাজার ডলার
ভাসমান হোটেলটি সম্পূর্ণ সৌরবিদ্যুৎ প্রযুক্তির মাধ্যমে বিদ্যু চাহিদা পুরণ করে

এরিকের উদ্দেশ্য কী

নিজের এই অভিনব কাজের উদ্দেশ্য নিয়ে এরিক গণমাধ্যমে বহুবার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, পৃথিবীতে দিনদিন প্লাস্টিক পণ্য বেড়ে যাচ্ছে। মানুষ প্রাকৃতিক উৎস ছেড়ে কৃত্রিম ক্ষতিকর প্লাস্টিক পণ্যের দিকে আকৃষ্ট হচ্ছে। যত্রতত্র প্লাস্টিকের বোতল, প্যাকেট, বাকেট ও বর্জ্যরে ছড়াছড়ি। প্লাস্টিকের এই লাগামছাড়া আগ্রাসন পৃথিবীর প্রকৃতিকে ধ্বংস করে দেবে। তাই, প্রকৃতি রক্ষায় প্লাস্টিক পণ্যের ব্যবহার রোধ করতে মি. এরিক এই অভিনব উদ্যোগ নেন।

 

আমরাই/এসএন

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০পিএম, ঢাকা-বাংলাদেশ।