• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

মানচিত্রে নেই, ভূখণ্ডহীন এক আজব দেশের সন্ধান!

মানচিত্রে নেই, ভূখণ্ডহীন এক আজব দেশের সন্ধান!

ফিচার ডেস্ক

নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সার্বভৌমত্ব ও একটি সরকার নিয়ে একটি দেশ গড়ে ওঠে। দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলেও এই চারটি উপাদান থাকা আবশ্যক। কিন্তু, যার নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই, নেই সীমানা, নেই কোনো ভূমিরূপ এমন একটি দেশ কী গড়ে উঠতে পারে? অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই একটি খবর বটে। কারণ, পৃথিবীতে এমন একটি দেশের সন্ধান মিলেছে, যার কোনো ভূমি নেই।

দেশটির নাম ‘ড্রেপার ন্যাশন’। স্থলভাগ ছাড়াই কেবল ভার্চুয়াল পরিমণ্ডলে একটি স্বাধীন দেশ গড়ে উঠেছে। দেশটি এরই মধ্যে ভার্চুয়াল জগতে ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি বিশ্ব মানচিত্রেও নেই দেশটির কোনো অস্তিত্ব। এটিই বিশ্বের প্রথম ‘ডিজিটাল দেশ’।

যেভাবে এলো ‘ড্রেপার ন্যাশন’

ছয় মাস আগের কথা। ভার্চুয়াল অ্যাক্টিভিস্ট আলেসান্দ্রো ও বিক্রম নামের দুই ব্যক্তি বিশ্বের একমাত্র ভার্চুয়াল দেশের গোড়াপত্তন করেন। বিক্রম এবং আলেসান্দ্রো এমন একটি দেশ গড়তে চেয়েছেন, যে দেশ কখনো যুদ্ধে জড়াবে না, কখনো ট্যাক্স আরোপ করবে না কিংবা যে দেশের কখনো কোনো পুলিশ বা সেনা থাকবে না। সেই ভাবনা থেকেই তাদের এই ‘ড্রেপার ন্যাশন’ গঠন।

কি কি আছে ‘ড্রেপার ন্যাশনে’

দেশটির নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার না থাকলেও রয়েছে পাসপোর্ট ও নাগরিক সনদের ব্যবস্থা।
ড্রেপার ন্যাশনের রয়েছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা।
তবে এই দেশের নাগরিকদের কোনো ট্যাক্স প্রদান করতে হয় না।
রাষ্ট্রীয় সুবিধা নিতে হলে রাষ্ট্রের নির্দিষ্ট কাজে নিজের পারফরমেন্স নিশ্চিত করতে হয়।
এই দেশের জনসংখ্যা বর্তমানে হাজার ছাড়িয়েছে।
দেশটির পাসপোর্ট প্রদান করা হয় ডিজিটাল ডিভাইসে।
এমনকি, দেশটির রয়েছে ১৪টি ভার্চুয়াল অ্যাম্বাসি বা দূতাবাস।

‘ড্রেপার ন্যাশন’ এর লক্ষ্য

বিশ্বের সকল দেশের নাগরিকদের সমন্বয়ে একটি ভার্চুয়াল দেশ গঠন করা।
সম্মিলিত নাগরিকদের সেই দেশের নাম হতে পারে ‘ইউনাইটেড ভার্চুয়াল স্টেট অব অল কানট্রিজ’।
যে দেশের নাগরিকদের জাতীয়তা হবে, নিজ নিজ জন্মস্থান দেশ অনুসারে।

 

তথ্যসূত্র- নাস ডেইলি।

২৫ আগস্ট ২০২৪, ১০:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।